• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৯, ১২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৭, ২০১৯, ১২:৩০ পিএম

বিদ্বেষী নীতি পরিহার না করলে সংলাপ নয়: উত্তর কোরিয়া

বিদ্বেষী নীতি পরিহার না করলে সংলাপ নয়: উত্তর কোরিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিদ্বেষী নীতি পরিহার না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের আর কোনো আলোচনা হবে না। এবার সুস্পষ্ট ভাষায় এমনটাই জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়া।

শনিবার (৫ অক্টোবর) সুইডেনের স্টকহোমে দেশ দুটির বিশেষজ্ঞ পর্যায়ে প্রায় সাড়ে ৮ ঘণ্টা যাবত চলা আলোচনাটি সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর  রোববার (৬ অক্টোবর) ঘোষণাটি দিল পিয়ংইয়ং।

এ দিকে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের বিদ্বেষী আচরণ ত্যাগ না করলে এ ধরনের ‘ঘৃণা উদ্রেককারী’ আলোচনা চালিয়ে যাওয়ার আর কোনো প্রবৃত্তি পিয়ংইয়ংয়ের নেই। যুক্তরাষ্ট্রকে এসব বিদ্বেষমূলক আচরণ পরিহারের জন্য চলতি বছরের শেষ পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা আরও বলেন, উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র মধ্যকার আলোচনার ভাগ্য এখন পর্যন্ত ওয়াশিংটনের হাতে রয়েছে। তাই তাদের চলতি বছরের শেষ নাগাদ সময় নির্ধারণ করে দেয়া হলো। আশা করি এই সময়ের মধ্যেই আলোচনার জন্য ট্রাম্প প্রশাসন পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবে।

অপর দিকে আলোচনা পুরোপুরি সফল হয়েছে উল্লেখ করে ওয়াশিংটন জানায়, এবার উভয় পক্ষের মধ্যে ‘ভালো আলোচনা’ হয়েছে। এমনকি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুইডেন পক্ষ দুটির মধ্যে আরও আলোচনার উদ্যোগ নেবে বলেও আশাবাদ করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে, বৈঠককে স্বাগত জানিয়ে এরই মধ্যে মার্কিন ট্রাম্প বলেছিলেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে কিছু একটা করতে চায় পিয়ংইয়ং। যদিও এর কিছুক্ষণ পর উত্তর কোরীয় দলের প্রতিনিধিরা জানান, এখন আর বিষয়টি নিয়ে কোনো আলোচনা হবে না।

অঞ্চলটির পরমাণু বিষয়ক সর্বোচ্চ দূত কিম মিয়ং গিল বলেছিলেন, সংলাপে আমাদের কোনো প্রত্যাশাই পূরণ হয়নি; যে কারণে শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের পুরনো ধ্যানধারণার কোনো পরিবর্তনই আনতে পারেনি। তাই ওয়াশিংটনকে আগে তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তারা তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় আমরা হতাশ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওর্টেগাস এক বিবৃতিতে বলেছেন, ডিপিআরকে (উত্তর কোরিয়া) প্রতিনিধিদের মন্তব্য আজকের সাড়ে ৮ ঘণ্টার আলোচনার বিষয়বস্তু কিংবা উদ্যমের তেমন কোনো প্রতিফলন ঘটায়নি। এবারের আলোচনায় আমরা সৃজনশীল কিছু পরিকল্পনা নিয়ে এসেছি এবং যা নিয়ে ইতোমধ্যে উত্তরের এই প্রতিনিধিদের সঙ্গে ভালো আলোচনা হয়েছে।

সম্প্রতি নিজেদের সাবমেরিন থেকে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং জানায়, নিজ দেশের সমুদ্রসীমাকে বহিরাগত হুমকি থেকে রক্ষা ও আত্মপ্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শনের জন্যই তাদের এই পরীক্ষা। গত ৩০ সেপ্টেম্বরের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার বিষয়ে নিজেদের সম্মতি জানিয়ে ঘোষণা দেয়ার পরপরই দেশটি এই পরীক্ষাটি চালাল।

এর আগে, গত ফেব্রুয়ারিতে হ্যানয়ে ট্রাম্প-কিম মধ্যকার বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর কোরিয়াকে সব ধরনের পারমাণবিক অস্ত্র ত্যাগের কথা বলা হয়। যদিও এর প্রেক্ষিতে পিয়ংইয়ং মার্কিন নেতৃত্বাধীন সব ধরনের আন্তর্জাতিক অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছিলো।

 এসকে/একেএস

আরও পড়ুন