• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৯, ০৫:২৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১০, ২০১৯, ০৫:৩৯ পিএম

সাহিত্যে নোবেল পেলেন ওলগা তোকারসুক এবং পিটার হ্যান্ডকে

সাহিত্যে নোবেল পেলেন ওলগা তোকারসুক এবং পিটার হ্যান্ডকে
পোল্যান্ডের সাহিত্যিক ওলগা তোকারসুক এবং অস্ট্রিয়ার ঔপন্যাসিক পিটার হ্যান্ডকে- ছবি: বিবিসি

সাহিত্যে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ২০১৮ ও ২০১৯ সালের নোবেল পুরস্কারে ভূষিত হলেন যথাক্রমে পোল্যান্ডের সাহিত্যিক ওলগা তোকারসুক এবং অস্ট্রিয়ার ঔপন্যাসিক পিটার হ্যান্ডকে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার ৪র্থ দিনে এই দুই সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিবিসি

এর আগে ২০১৮ সালে এক যৌন কেলেঙ্কারির ঘটনার জেরে ঘোষিত সাহিত্যে নোবেল বিজয়ীর নাম প্রত্যাহারের পর আর নতুন কোনো বিজয়ীর নাম প্রকাশ করা হয়নি। ফলে পূর্ব ঘোষণা অনুসারে এক সঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হল।

ওলগা তোকারসুক ২০১৮ সালে তার সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ ম্যান বুকার প্রাইজ জয়ের পর, এ বছর নোবেল পুরস্কারও জিতে নিলেন এই নারী সাহিত্যিক।

এসকে

আরও পড়ুন