• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৯, ০১:৪০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৯, ২০১৯, ০১:৪১ পিএম

লেবাননে কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ : নিহত ২, সেনাসহ আহত ৪০

লেবাননে কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ : নিহত ২, সেনাসহ আহত ৪০
লেবাননের রাস্তায় শ্রমিকদের

লেবাননে অর্থনৈতিক মন্দা ও সরকারের কর বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে চলমান বিক্ষোভে প্রাণ গেছে দুজনের। গণমাধ্যমগুলো বলছে নিহত ২ জনই বিদেশি শ্রমিক। তবে তারা কোন দেশের সে সম্পর্কে এখনও  কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি।

শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদেরর ভিত্তিতে জানা যায়, রাজধানী বৈরুতসহ বিভিন্ন শহরে দুদিন ধরেই চলছে সরকার বিরোধী বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে বৈরুতের প্রধান প্রধান সড়ক অবরোধ করে তারা। সরকারি ভবন এবং পার্লামেন্টের সামনে জড়ো হয় তারা।

অপর এক সংবাদের তথ্য মতে, মূলত হোয়াটস্যাপ ব্যবহারে লেবানন সরকারের করারোপের সিদ্ধান্তের বিরুদ্ধে এই বিক্ষোভ হয়।

জানা যায়, এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর অন্তত ৪০ সদস্য।

এসকে

আরও পড়ুন