• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯, ০৬:২৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৬, ২০১৯, ০৬:২৩ পিএম

ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হচ্ছে পরকীয়া

ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হচ্ছে পরকীয়া
পরকীয়ার প্রতীকী ছবি

হোক না প্রাপ্তবয়স্ক। পরকীয়া অপরাধই। বিবাহবন্ধনে আবদ্ধ কোনও পুরুষ বা নারী পরকীয়া সম্পর্কে জড়াতে পারবেন না। এমনই আইন আনছে ইন্দোনেশিয়া সরকার। বিতর্কের মধ্যেই আইন আনতে প্রস্তাব জমা পড়েছে জাকার্তায়।

রয়টার্সের বরাত দিয়ে এমনই খবর প্রকাশ আন্তর্জাতিক সংবাদসংস্থা ভারতীয় গণমাধ্যম এই সময়।

ইন্দোনেশিয়াতে সমপ্রেম সম্পর্কও বেআইনি।

চাঞ্চল্যকর বিষয় হল, পর্যটকদেরও ইন্দোনেশিয়ায় এই আইন মানতে হবে। নতুন প্রস্তাব অনুযায়ী, ইন্দোনেশিয়ায় আসা কোনও পর্যটক যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক, সমপ্রেমে জড়িয়ে পড়েন, তবে তা আইন-বিরুদ্ধ বলেই ধার্য হবে।

নতুন আইনে মেডিকেল ইমারজেন্সি ও ধর্ষণের ঘটনা ছাড়া অন্যত্র গর্ভপাতেও মহিলাদের ৪ বছরের শাস্তির প্রস্তাব দেয়া হয়েছে।

প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী, প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনও মন্তব্য করলেই আইনত ব্যবস্থা নেয়া হবে। রাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে দেশের বিভিন্ন এনজিও।  

২০১৮-তে সংবিধানের পরকীয়া সংক্রান্ত ৪৮৭ ধারাকে অসাংবিধানিক রায় দিয়েছিল ভারতের সুপ্রিমকোর্ট।

এসএমএম