• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০১৯, ০৪:৩৫ পিএম

আইএস প্রধান বাগদাদির বিরুদ্ধে মার্কিন অভিযান

আইএস প্রধান বাগদাদির বিরুদ্ধে মার্কিন অভিযান

সিরিয়ার ইদলিবে মার্কিন বাহিনীর অভিযানে ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বাকার আল বাগদাদি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রোববার (২৭ অক্টোবর) মার্কিন সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

সরকারের একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন বিশেষ বাহিনীর হামলার শিকার হয়ে বাগদাদি সম্ভবত ‘সুইসাইড ভেস্টে’র মাধ্যমে আত্মহত্যা করেছেন।

বাগদাদি আইএস গঠন করে সহিংস জিহাদি আন্দোলনের মাধ্যমে ইরাক ও সিরিয়ার ব্যাপক অঞ্চল জুড়ে নিজস্ব খিলাফত প্রতিষ্ঠা করেন।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, কথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর পলাতক নেতা আবু বকর আল-বাগদাদির বিরুদ্ধে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে এই অভিযানের ব্যাপারে নিশ্চিত করা হয়নি।

হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার গুরুত্বপূর্ণ একটি বিবৃতি দেবেন, কিন্তু এর বাইরে আর কিছু জানায়নি।

এর আগে রহস্যপূর্ণ একটি টুইট শেয়ার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘খুব বড় একটা কিছু এইমাত্র ঘটেছে’।

টিএফ
 

আরও পড়ুন