• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০১:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ০১:৫২ পিএম

জোয়ারে ভাসছে অভিজাত ভেনিস

জোয়ারে ভাসছে অভিজাত ভেনিস

ইতালির অভিজাত পর্যটন সিটি ভেনিস এখন জোয়ারের পানিতে ভাসছে। বিশ্বজুড়ে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় এ নগরী এখন পাঁচ ফুট উঁচু ঢেউয়ে তলিয়ে যাচ্ছে।
লাখ লাখ ইউরো খরচ করেও সরকার এ সংকটের সমাধান করতে পারছে না। তাই পানিবন্দি অবস্থা থেকে স্থানীয় বাসিন্দাদেরও যেন মুক্তি নেই।

জোয়ারের প্রভাবে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গেছে ভেনিসের বেশিরভাগ সড়ক। ওই পানি মাড়িয়েই চলতে হচ্ছে নগরবাসীদের। ওই পানি মাড়িয়েই চলতে হচ্ছে নগরবাসীদের।বন্যার পানির কারণে বিখ্যাত সেন্ট মার্কস স্কয়ার শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়। তৃতীয়দিনের মত বন্ধ আছে সব স্কুল। নগরীর ওয়াটারবাস সার্ভিসও বন্ধ।

ভেনিসে বন্যার পানি দোকান-পাঠ এবং বাড়ি ঘরেও ঢুকে গেছে।ভেনিসে বন্যার পানি দোকান-পাঠ এবং বাড়ি ঘরেও ঢুকে গেছে।নগরীর জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে বিবিসি জানায়, গত মঙ্গলবার ১৮৭ সেন্টিমিটার উঁচু ঢেউ আঘাত হানে। যা গত অর্ধশতব্দীর মধ্যে আঘাত হানা সবচেয়ে উঁচু ঢেউ।

অভিজাত ভেনিস শহরের বুকে গাঙচিলের জলকেলি:  সৌজন্যে- জুমা প্রেস

ভেনিসের ৮০ শতাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।ভেনিসের ৮০ শতাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।এর আগে ১৯৬৬ সালে জোয়ারের পানি ১ দশমিক ৯৪ মিটার পর্যন্ত উঠেছিল। ১৯২৩ সাল থেকে পানির উচ্চতা পরিমাপের কাজ শুরু করে জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্র।

বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক। তার উপরে চলাচলের জন্য অস্থায়ী পথ বানাচ্ছেন নগরকর্মীরা।বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক। তার উপরে চলাচলের জন্য অস্থায়ী পথ বানাচ্ছেন নগরকর্মীরা।নগরীর ৮০ শতাংশের বেশি এলাকা পানিতে তলিয়ে গেছে।

দুঃখের জোয়ারে শখের সেলফি- ছবি: জুমাপ্রেস

ভেনিসে ইতালিয়ান রিজিওনাল কাউন্সিলের ভেতরেও পানি ঢুকে গেছে।ভেনিসে ইতালিয়ান রিজিওনাল কাউন্সিলের ভেতরেও পানি ঢুকে গেছে।জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের অংশ ভেনিসে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ভেনিসে বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি সড়কে নৌকা চালাচ্ছে এক ব্যক্তি। ভেনিসে বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি সড়কে নৌকা চালাচ্ছে এক ব্যক্তি।ভেনিসের মেয়র বলেছেন, জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবেই এই বন্যা।

ভেনিসের সেন্ট মার্কস গির্জার ভূগর্ভস্থ সমাধিকক্ষেও বন্যার পানি ঢুকে গেছে।ভেনিসের সেন্ট মার্কস গির্জার ভূগর্ভস্থ সমাধিকক্ষেও বন্যার পানি ঢুকে গেছে।বন্যায় এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানায় বিবিসি।