• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৩:১৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৩:১৪ পিএম

শিবসেনার নেতৃত্ব মানতে রাজি কংগ্রেস-এনসিপি 

শিবসেনার নেতৃত্ব মানতে রাজি কংগ্রেস-এনসিপি 

মুখ্যমন্ত্রীর পদ নিয়ে মতের অমিল হওয়ায় আদর্শগত মিল থাকা সত্ত্বেও মহারাষ্ট্রে শিবসেনা ও বিজেপির মধ্যে জোট হয়নি। আর কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) সেই সুযোগটাই নিতে চলেছে। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদটি শিবসেনার জন্য ছেড়ে দিতে কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী ও এনসিপি নেতা শারদ পাওয়ার একমত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’। এ বিষয়ে কথা বলতে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি নেতারা শুক্রবার (২২ নভেম্বর) মুম্বাইতে আলোচনায় বসবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

ভারতীয় রাজনীতি বিশেষজ্ঞদের ধারণা, এই আলোচনার পরপরই শিবসেনার পক্ষ থেকে সরকার গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এ বিষয়ে এনসিপির এক নেতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ৫ বছরের মেয়াদ তারা শিবসেনার সঙ্গে ভাগাভাগি করতে চান। কারণ দুই দলের আসন পার্থক্য মাত্র দুই।

অন্যদিকে শিবসেনার সঙ্গে জোট গড়ার ব্যাপারে শুরুতে অসম্মতি জানালেও ইতোমধ্যে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন সোনিয়া গান্ধী। বিষয়টি নিশ্চিত করেছেন কংগ্রেসের সিনিয়র নেতারা। 

তবে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বিষয়ে শিবসেনার পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।

এসকে

আরও পড়ুন