• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০১৮, ১২:০৪ পিএম

সিরিয়ার পর আফগানিস্তান থেকেও সেনা প্রত্যাহার পরিকল্পনা ট্রাম্পের

সিরিয়ার পর আফগানিস্তান থেকেও সেনা প্রত্যাহার পরিকল্পনা ট্রাম্পের

 

আফগানিস্তান থেকে প্রায় ৭ হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন গণমাধ্যমে নাম প্রকাশ না করে একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানে প্রায় ১৪ হাজার সেনা মোতায়েন আছে।  ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী সেখান থেকে অর্ধেক সেনা সদস্যকে কয়েক মাসের মধ্যেই দেশে ফিরিয়ে আনা হবে। আগামী গ্রীষ্মে এ প্রত্যাহার বাস্তবায়ন করা হতে পারে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, আফগানিস্তানের বাইরে কয়েক হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে  ট্রাম্প।

বুধবার (১৯ ডিসেম্বর) সিরিয়া থেকে সেনা প্রত্যাহার ঘোষণার একদিন পরই এই ঘোষণার খবর প্রকাশিত হয়। তবে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এখনো বিষয়টি নিশ্চিত করেননি।

এর আগে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগের ঘোষণা দেন। তিনি তার পদত্যাগপত্রে  ট্রাম্পের সঙ্গে তার ভিন্নমতের কথা উল্লেখ করেছিলেন। তবে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা সরাসরি উল্লেখ করেননি।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র গ্যারেট মার্কুইস বলেন, এ বিষয়ে ভবিষ্যতের কৌশল সম্পর্কে হোয়াইট হাউস কোনো মন্তব্য করবে না।

সাইসে