• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯, ০২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৬, ২০১৯, ০২:৫০ পিএম

কর্নাটকে ‘বাক্সবন্দি’ নকলের প্রচেষ্টা

কর্নাটকে ‘বাক্সবন্দি’ নকলের প্রচেষ্টা
ভাগথ পিইউ কলেজে প্রথম বর্ষের রসায়নের পরীক্ষা দিচ্ছে ছাত্র-ছাত্রীরা- ছবি সংগৃহিত

পরীক্ষা হলে সারিবদ্ধভাবে বসে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা, অথচ তাদের প্রত্যেকের মাথা ঢাকা রয়েছে কাগজের বাক্স দিয়ে। এ কেমন পরীক্ষা রীতি? আসলে এটি কোনো পরীক্ষা রীতি নয় বরং নকল ঠেকানোর এক অভিনব প্রচেষ্টা। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি ২৪। তারা বলছে, নকল থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে এভাবে ঢেকে দেয়া হয় মাথা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ভারতের কর্নাটকের একটি কলেজের। ভাগথ পিইউ কলেজে প্রথম বর্ষের রসায়নের পরীক্ষা দিতে এসে ছাত্র-ছাত্রীরা জানতে পারে, তাদের মাথায় কাগজের বাক্স পরে পরীক্ষা দিতে হবে। শুনে প্রথমে চমকে উঠেছিলেন ছাত্র-ছাত্রীরা। চোখের কাছে দুটো ফুটো করে দেয়া হয়েছিল প্রতিটি বাক্সে। সে দিক দিয়ে দেখে তারা পরীক্ষা দেয়। কলেজের নির্দেশ মেনেও নিয়েছিল পরীক্ষার্থীরা।

জানা গেছে, বিষয়টি নিয়ে পরীক্ষা চলার সময় হাসির রোল পড়ে যায়। কেউ একজন সে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও দেয়। জি নিউজ বলছে, আগে থেকেই নাকি নকল রুখতে না পারা নিয়ে উদ্বিগ্ন ছিল কলেজ কর্তৃপক্ষ।

কর্নাটকে কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত হাস্যরসের জন্ম দিলেও অনেকেই এটিকে আবার অমানবিক হিসেবেও আখ্যা দিয়েছেন।

এসকে