• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ১০:৩০ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ১০:৩০ এএম

রোহিঙ্গা ইস্যু

মিয়ানমারের সঙ্গে গাম্বিয়ার কোনো বিরোধ নেই : মিয়ানমারের আইনজীবী

মিয়ানমারের সঙ্গে গাম্বিয়ার কোনো বিরোধ নেই : মিয়ানমারের আইনজীবী

মিয়ানমারের সঙ্গে গাম্বিয়ার কোনো বিরোধ নেই। এই মামলা আন্তর্জাতিক আদালতে আনার আইনি ভিত্তি নেই। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার এখতিয়ার নেই গাম্বিয়ার। আইসিজেতে দ্বিতীয় দিনের শুনানিতে এমন যুক্তি তুলে ধরেন মিয়ানমারের আইনজীবীরা।

আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার মামলার বিরুদ্ধে দ্বিতীয় দিন শুনানি করে মিয়ানমার। দেশটির পক্ষে এজেন্ট হিসেবে সূচনা নিযুক্ত বক্তব্য দেন অং সান সু চি।

রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইডের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অনুমানভিত্তিক অভিযোগ আনা হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে।

এরপক্ষে যুক্তি দেন মিয়ানমারের আইনজীবীরা। তিনি বলেন, আইন অনুযায়ী জেনোসাইডের জন্য যে ইচ্ছার দরকার; তা আদালতের সামনে প্রমাণ আকারে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে গাম্বিয়া।

এ প্রসঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ শাহ আলী ফরহাদ বলেন, আদালতে প্রতিকার পাবার মতো যথেষ্ট যুক্তি উপস্থাপন করতে পেরেছে গাম্বিয়া। এই আদালত থেকে অন্তর্বর্তীকালীন আদেশ পাওয়ার সুযোগ আছে।

বৃহস্পতিবার দুই দেশই পাল্টা যুক্তি উপস্থাপনের সুযোগ পাবে।


টিএফ

আরও পড়ুন