• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৯, ০৪:১৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২০, ২০১৯, ০৪:১৩ পিএম

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ

সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা আটক

সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা আটক
দিল্লি কংগ্রেসের মহিলা শাখার প্রধান এবং সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজও বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। 

শুক্রবার (২০ ডিসেম্বর) অমিত শাহের বাড়ির কাছে প্রতিবাদ আন্দোলন চলাকালে আটক হয়েছেন দিল্লি কংগ্রেসের মহিলা শাখার প্রধান এবং সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রকাশিত খবরে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভি।

আটকের পর টুইটার পোষ্টে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন, 'আমাদের আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে আসা হয়েছে।' প্রণব কন্যা শর্মিষ্ঠা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, দিল্লি মহিলা কংগ্রেসের প্রায় ৫০ জন মহিলা সদস্যকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবারও সমাবেশ আয়োজনের নিষেধাজ্ঞাকে অমান্য করে বিক্ষোভ হয় দিল্লিতে। বিতর্কিত আইনের প্রতিবাদে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। পরিস্থিতি সামাল দিতে প্রায় কয়েকশো মানুষকে সাময়িকভাবে আটক করে দিল্লি পুলিশ।

আটক রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন ডি রাজা, সীতারাম ইয়েচুরি, নীলোৎপাল বসু, বৃন্দা করাত, অজয় মাকেন, সন্দীপ দীক্ষিত এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদব ও উমর খালিদ সহ অনেকেই। এছাড়া দিল্লি থেকে আটক করা হয় দেশটির ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।

এসকে

আরও পড়ুন