• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০১৯, ০১:১৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৯, ২০১৯, ০১:১৬ পিএম

মিশরে সড়ক দুর্ঘটনা, পর্যটকসহ নিহত ২৮

মিশরে সড়ক দুর্ঘটনা, পর্যটকসহ নিহত ২৮

মিশরে পৃথক সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ অন্তত ২৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও বেশকিছু লোক।

কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সুয়েজ খাল বন্দর নগরীতে শ্রমিক বহনকারী একটি মিনিবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ২২ জন নিহত হন। তাছাড়া রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকবাহী দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আরও ছয়জনের প্রাণহানি ঘটে।

স্থানীয় গণমাধ্যম ‘আল-শোরুক’ জানায়, শনিবার সুয়েজ খালে হওয়া দুর্ঘটনায় নিহত শ্রমিকরা গার্মেন্টসে কাজ শেষে বাসটিতে করে বাড়ি ফিরছিলেন।

যদিও সে ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকদের বহনকারী দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে মালয়েশিয়ার দুই নারী, এক ভারতীয় পুরুষ ও তিন মিশরীয়র মৃত্যু হয়। তাছাড়া দুর্ঘটনায় আরও কমপক্ষে ২৪ জন গুরুতর আহত হন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্লেষকদের মতে, দুর্বল সড়ক রক্ষণাবেক্ষণ ও আইনি শিথিলতার কারণে আফ্রিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। তবে অতিরিক্ত গতিসহ আইন ভঙ্গের বিরুদ্ধে প্রশাসনের শক্ত ব্যবস্থা নেওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে এই দুর্ঘটনাসহ হতাহতের পরিমাণ হ্রাস পেয়েছে।

মিশরের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে দেশটিতে মোট আট হাজার ৪৮০টি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। এতে প্রায় তিন হাজার ৮৭ জনের মৃত্যু হয়। যদিও এর আগের বছর মোট ১১ হাজার ৯৮টি দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল প্রায় চার হাজারের মতো।

এসকে