• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০, ০৫:২১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৭, ২০২০, ০৫:৪৪ পিএম

ইরানকে রুখতে ভারত মহাসাগরের পথে মার্কিন বোমারু বিমান

ইরানকে রুখতে ভারত মহাসাগরের পথে মার্কিন বোমারু বিমান
প্রতীকী ছবি

ভারত মহাসাগরে যুক্তরাজ্যের অন্তর্গত ডিয়েগো গার্সিয়ায় ছয়টি বোমারু বিমান মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সোমবার (৬ জানুয়ারি) যুদ্ধবিমানগুলো দ্রুত পাঠানোর প্রস্তুতি শুরু করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। ‘বি-৫২’ মডেলের বোমারু বিমানগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর হামলার আদেশের অপেক্ষায় থাকবে। সিএনএন

মঙ্গলবার (৭ জানুয়ারি) পেন্টাগনের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বার্তা সংস্থাটি জানায়, ভারত মহাসাগরে যুদ্ধবিমান মোতায়েন মানেই অভিযানের নির্দেশ নয়। নিজেদের সামরিক সক্ষমতা ও অবস্থানের জানান দিতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। পেন্টাগন প্রায়ই দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানায় সক্ষম যুদ্ধবিমানসহ অন্যান্য বিমান অঞ্চলটিতে মোতায়েন করে থাকে।

ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ডিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটি

তবে বিশ্লেষকদের মতে, গত বছর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন যখন তুঙ্গে পৌঁছায় তখনই কাতারে ছয়টি ‘বি-৫২’ মডেলের বোমারু বিমান মোতায়েন করেছিল ট্রাম্প প্রশাসন।

এদিকে যুদ্ধবিমান মোতায়েনের ক্ষেত্রে ডিয়েগো গার্সিয়াকে বেছে নেওয়ার পেছনে বিশেষ কারণ রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের ওই কর্মকর্তা। তিনি জানান, নিজেদের যুদ্ধবিমানকে ইরানি ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে রাখতেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

এসকে

আরও পড়ুন