• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২০, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৮, ২০২০, ০৩:৫৭ পিএম

একটি চড় বসিয়েছি যুক্তরাষ্ট্রের গালে : খামেনি

একটি চড় বসিয়েছি যুক্তরাষ্ট্রের গালে : খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

ইরাকের পৃথক মার্কিন সেনা ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে সফল বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের গালে একটি চড় বসিয়েছি।’

১৯৭৮ সালের কোম বিক্ষোভের স্মরণে বুধবার (৮ জানুয়ারি) তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে খামেনি বলেন, সংঘাতের প্রসঙ্গ যখনই আসে তখন এ ধরনের সামরিক হামলা যথেষ্ট নয়। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানের পুরোপুরি অবসান ঘটানো।

নিজেদের শান্তিকামী আখ্যা দিয়ে হামলার প্রতিক্রিয়ায় খামেনি আরও বলেন, কেউ যদি আমাদের ক্ষতি করতে চায় তাহলে সেটির যথাযথ জবাব দেওয়ার ক্ষমতা তেহরানের রয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, বুধবার (৮ জানুয়ারি) ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে টানা দ্বিতীয় ধাপে হামলা শুরু করে তেহরান। প্রথম হামলা চালানোর মাত্র এক ঘণ্টার মধ্যেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দ্বিতীয় দফায় আক্রমণ শুরু করে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এবারের হামলায় এখন পর্যন্ত এক ডজনের অধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার কঠোর প্রতিশোধ হিসেবে হামলাটি চালানো হয়।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানায়, ইরাকে মার্কিন সেনা ও মিত্র বাহিনীর ওপর এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার প্রাথমিক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য মূল্যায়ন করা হচ্ছে।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন নিহত হন।
এসকে