• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ১২:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৮, ২০২০, ১২:৪৬ পিএম

ফিজিতে প্রলয় চালিয়ে টোঙ্গার দিকে ঘূর্ণিঝড় টিনো

ফিজিতে প্রলয় চালিয়ে টোঙ্গার দিকে ঘূর্ণিঝড় টিনো
ফিজিতে ঘূর্ণিঝড় টিনোর আঘাত-

ঘূর্ণিঝড় টিনো ওশেনিয়া মহাদেশের ফিজিকে লণ্ডভণ্ড করে দিয়ে এবার টোঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে ঝড়টি ‘ক্যাটাগরি-৩’ এ রূপ নিয়েছে, যার গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, শুক্রবার রাতভর ফিজিতে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় টিনো। এতে এখন পর্যন্ত ২ জন নিখোঁজ আছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

ঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ফিজির ভানুয়া লেভু ও তেভেউনি দ্বীপে বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে ফিজি সরকার উদ্ধার তৎপরতা শুরু করেছে, যাতে যোগ দিয়েছেন অনেক স্বেচ্ছাসেবী।

ফিজিতে তাণ্ডব চালিয়ে এই ঝড় এবার টোঙ্গার দিকে যাচ্ছে। ফিজির আবহাওয়া অফিস বলছে, আগে ক্যাটাগরি-২ থাকলেও শনিবার সকালে তা ক্যাটাগরি-৩ এর ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এই ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত। ফিজির আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়টিকে ‘খুবই বিধ্বংসী’ হিসেবে উল্লেখ করেছে।

জানা গেছে, টোঙ্গায় ঘূর্ণিঝড় টিনো আঘাত হানবে স্থানীয় সময় বিকাল ৩টায়। এরপর রবিবার রাত ৩টা পর্যন্ত সেখানে তাণ্ডব চালাবে এই ঝড়। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এসকে