• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৩:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২০, ০৩:৫৫ পিএম

লিবিয়ায় যুদ্ধ বন্ধে একজোট বিশ্বনেতারা

লিবিয়ায় যুদ্ধ বন্ধে একজোট বিশ্বনেতারা

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় চলমান সংঘাত বন্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় একমত হয়েছেন বিশ্বনেতারা। এমনকি দেশটিতে বিদেশিদের অবৈধ হস্তক্ষেপের ইতি টানার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। প্রতিশ্রুতি বাস্তবায়নে যুদ্ধরত সব পক্ষের কাছে অস্ত্র বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপের কথাও বলা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রবিবার (১৯ জানুয়ারি) জার্মানির বার্লিন শহরে লিবিয়া ইস্যুতে এক শান্তি আলোচনায় বসেছিলেন বিশ্বনেতারা। সেখানে ত্রিপোলির বিবাদমান দুই পক্ষের উপস্থিতিতে নেতারা গৃহযুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা মেনে চলার অঙ্গীকার করেন।

সংকট সমাধানে এরই মধ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে তুরস্ক, ফ্রান্স ও রাশিয়া। তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়্যেপ এরদোগান বলেছেন, তুরস্কের কিছু সংখ্যক সামরিক উপদেষ্টা এখনো লিবিয়ায় রয়েছেন।

তিনি আরও বলেন, আলোচনার অন্য পক্ষগুলো চুক্তি মেনে চললে আমিও তা মানতে বাধ্য। আমরা আর সেখানে সেনা পাঠাতে আগ্রহী না।

উল্লেখ্য, লিবিয়ায় শান্তি ফেরাতে আন্তর্জাতিক সম্মেলনটির ডাক দিয়েছিল জার্মান সরকার। আয়োজনটির প্রধান উদ্যোক্তা ছিলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তিনি যুদ্ধরত দেশটির দুই পক্ষসহ বিশ্বের ১০টি ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের একত্রিত করেছেন।

এসকে