• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২০, ০৬:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৯, ২০২০, ০৬:২৮ পিএম

কর্মমুখর উহান নগরী এখন জনশূন্য

কর্মমুখর উহান নগরী এখন জনশূন্য
জনশূন্য উহান নগরী ● ইন্টারনেট

করোনাভাইরাসের আতঙ্কে চীনের উহান নগরীর ব্যস্ত সড়কগুলো এখন একেবারের জনমানব শূন্য। চলছে না যানবাহন, প্রয়োজনীয় জিনিসপত্রও পাওয়া যাচ্ছে না হাতের নাগালে। বেড়াতে গিয়ে আটকা পড়েছেন অনেকেই। সবমিলিয়ে একে ভূতুড়ে নগরী বলছেন, উহানবাসী।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান। সেন্ট্রাল চীনের জনপ্রিয় শিল্পএলাকা এটি। ইউনেস্কোর মতে, বিশ্বের অর্ধেক দীর্ঘ-সেতু এবং ৬০ ভাগ উচ্চগতির রেলওয়ের নকশা করেন উহানের প্রকৌশলীরা।

উহানের মেয়র জৌ ঝিয়ানওয়েঙের দাবি, ঐতিহ্যবাহী শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত শহরটিতে কাজ করেন অসংখ্য অভিবাসী।
তবে করোনাভাইরাসের থাবায় এক কোটি ১০ লাখ জনসংখ্যার উহান যেনো এখন ভূতুড়ে নগরী।

উহানের বাসিন্দা ডেভিড বলেন, খুব আতঙ্কে আছি। কেউ বাসা থেকে বের হচ্ছে না। রাস্তায় বের হলে মাত্র কয়েকজনকে দেখা যায়। সংক্রমণ থেকে বাঁচতে সবাই মুখে মাস্ক পড়ছেন। সবমিলিয়ে একদম ভূতুড়ে অবস্থা।

ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ায়, উৎপত্তিস্থল উহানকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। শহর থেকে কাউকে বের হতে দেয়া হচ্ছে না। প্রয়োজন ছাড়া ঢুকতে পারছে না কেউ। কর্মক্ষেত্রেও যেতে পারছেন না শহরবাসী।

উহানের বাসিন্দা ডেভিড বলেন, আমি সাংঘাইয়ে কাজ করি। উহানে থাকি, সব ধরনের পরিবহন বন্ধ থাকায় কাজে যেতে পারছি না। সবাই এখন খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার।

বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টিকারী মহামারী প্রতিরোধের লড়াইয়ে উৎসাহ দিতে, উহানে আলোক প্রদর্শন করা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন