• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০, ১০:৩৫ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২০, ১০:৩৫ এএম

কভিড নাইনটিনে একদিনেই গেলো ১১৫ প্রাণ, সংখ্যা বেড়ে ২২৪৪

কভিড নাইনটিনে একদিনেই গেলো ১১৫ প্রাণ, সংখ্যা বেড়ে ২২৪৪
একযাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করছেন এক স্বাস্থ্যকর্মী ● ইন্টারনেট

কভিড-নাইনটিনে (করোনাভাইরাস) চীনের হুবেই প্রদেশে আরও ১১৫ জন মারা গেছেন। এ নিয়ে প্রদেশটিকে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৪৪ জনে। চীনসহ সারা বিশ্বে মারা গেছেন অন্তত ২ হাজার ২৪৪ জন। যার মধ্যে জাপানে তিনজন, হংকংয়ে দুইজন, ইরানে দুইজন, তাইওয়ানে একজন, ফিলিপাইনে একজন, ফ্রান্সে একজন ও দক্ষিণ কোরিয়ায় একজন করে মারা গেছেন।

ভাইরাসের কেন্দ্রস্থল হুবেই প্রদেশে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আক্রান্ত হয়েছেন আরও ৪১১ জন। হুবেইতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৪৪২ জনে। বিশ্বজুড়ে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৭ হাজার।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

চীনের বাইরে সবচেয়ে আক্রান্ত রয়েছে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী প্রিন্সেস ডায়মন্ডে। এই প্রমোদতরীতে ৬২১ জনের শরীরে কভিডের লক্ষণ পাওয়া গেছে। তাদের মধ্যে দুইজন মারা গেছেন।

এখন পর্যন্ত চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

এসএমএম