• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০৯:৪১ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০৯:৪১ এএম

ভারত-পাকিস্তানকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করবেন ট্রাম্প

ভারত-পাকিস্তানকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করবেন ট্রাম্প
নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব করবেন। এছাড়া নিয়ন্ত্রণ রেখায় স্থিতিশীলতা ফেরাতে বিবদমান পক্ষকে তাগিদ দেবেন।

ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ট্রাম্পের ভারত সফরের বিস্তারিত প্রকাশ হয়। এতে বলা হয়েছে, কাশ্মীর ইস্যুতে ভারত- পাকিস্তানকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুই দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ও বাণিজ্যখাতে কয়েকটি চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে ট্রাম্প-মোদী শীর্ষ বৈঠক। সফরে প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এর আগে ট্রাম্পের মধ্যস্ততায় দুই কোরিয়ার শীর্ষ নেতা আলোচনায় বসেন। দীর্ঘ পাঁচ দশকের বৈরিতার অবসান ঘটিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার মুন জ্যায়ে ইন পা রাখেন একে অন্যের ভূখণ্ডে।

এসএমএম