• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৩, ২০২০, ০১:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৩, ২০২০, ০১:৫৪ পিএম

কোভিড-১৯

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল কোয়ারেন্টাইনে

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল কোয়ারেন্টাইনে
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল

ব্যক্তিগত চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলকে।

মের্কেলর মুখপাত্র জানান, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারের নেয়া নতুন পদক্ষেপ নিয়ে রোববার (২২ মার্চ) সংবাদ ব্রিফিংয়ের পর ৬৫ বছর বয়সী জার্মান চ্যান্সেলরকে তার চিকিৎসকের বিষয়টি জানান হয়।

যদিও নিউমোকোকাল সংক্রমণ এড়াতে শুক্রবার (২০ মার্চ) মের্কেল একটি ভ্যাকসিন বা টিকা নিয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন সেইবার্ট।

বেশিরভাগ ক্ষেত্রে, নতুন করোনভাইরাসটি কেবল মৃদু বা মাঝারি উপসর্গ যেমন জ্বর বা কাশি হয়ে থাকে। তবে কারও কারও ক্ষেত্রে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়াসহ গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।

সেইবার্ট বলেন, আগামী দিনগুলোতে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে মের্কেলকে এবং এ সময়ে তার কাজগুলো বাসা থেকেই যথাসময়ে করে যাবেন তিনি।

এর আগে করোনার বিস্তার রোধে দেশটিতে চলাফেরার ওপর নানা বিধি নিষেধ আরোপ করে জার্মানি। শুধু একই পরিবারের লোক যারা একই বাড়িতে থাকেন তারা ব্যতীত অন্তত দু’সপ্তাহ অন্য লোকজন একত্রিত হতে পারবেন না।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে জার্মানির অবস্থান পাঁচ নম্বরে। রোববার (২২ মার্চ) পর্যন্ত দেশটিতে মোট ২৪ হাজার ৭১৪ জন আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৯২ জনের মৃত্যু হয়েছে।

এসএমএম