• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৪, ২০২০, ০৯:১৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৪, ২০২০, ০৯:১৬ পিএম

করোনা আপডেট

করোনা আপডেট
্নিউ ইয়র্ক সিটির বর্তমান অবস্থান
● কোভিড-১৯ এ বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে।
● বিশ্বজুড়ে প্রাণহানি সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে। 
● ইউরোপে ইতালির পর ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে স্পেনে।
● গাম্বিয়ায় করোনায় মারা গেছেন এক বাংলাদেশি ইমাম।
● মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাত থেকে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
●  মাত্র দু’জন সংক্রমিত হওয়ার পরই ৭ দিনের লকডাউনে নেপাল।
● থাইল্যান্ডে এক মাসের জরুরি অবস্থা জারি।
●  ইউরোপে উন্নতির কোনও লক্ষণ নেই।
●  স্পেনে মৃত্যুর গ্রাফ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আক্রান্ত ৪ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী। কিছু বাড়িতে অনেককেই মৃত পাওয়া গেছে।
● ইতালিতেও কোনও সুখবর নেই।
● হিমশিম অবস্থায় ফ্রান্স ও জার্মানিও।
●  লকডাউনে যুক্তরাজ্যও। জরুরি প্রয়োজন ছাড়া প্রায় ৭ কোটি মানুষকে বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আইন অমান্যে গুনতে হবে ৩০ পাউন্ড পর্যন্ত জরিমানা।
● মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার কেন্দ্রস্থল নিউ ইয়র্ক। জরুরি অবস্থা চলছে শহরজুড়ে। লকডাউন পুরো অরিগন রাজ্য। 
● মধ্যপ্রাচ্যে মোট আক্রান্তের মধ্যে ইরানেই ৮০ শতাংশের বেশি। দেশটিতে বন্ধ এক শহর থেকে অন্য শহরে যাতায়াত।
● মিশরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মসজিদ বন্ধ থাকায় ঘরে থেকেই নামাজ আদায় করছেন মিশরীয়রা।
● উহান ছাড়া হুবেই প্রদেশের সব শহরে বুধবার (২৫ মার্চ) থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
● বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, করোনার সংক্রমণ প্রথম এক লাখ ছাড়িয়েছে ৬৭ দিনে, পরবর্তী ১১দিনে পৌঁছেছে দুই লাখে। তিন লাখে পৌঁছাতে লেগেছে মাত্র ৪ দিন। তবে এই সময়ে সুস্থ হয়েছেন লক্ষাধিক মানুষ।

এসএমএম