• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৮, ২০২০, ০৮:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০২০, ০৮:৩৬ পিএম

২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যুর হার ২ শতাংশ কম

২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যুর হার ২ শতাংশ কম
কোভিড-১৯ এ আক্রান্ত এক রোগীকে হাসপাতালে নেয়া হচ্ছে ● ইন্টারনেট

কোভিড-১৯ অসহায় পুরো বিশ্ব। 

স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩২ জনের প্রাণহানি ঘটেছে।

স্পেনে এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ জনে।

শুক্রবার (২৭ মার্চ) করোনায় মৃত্যুর হার ১৯ শতাংশ থাকলেও শনিবার (২৮ মার্চ) সেটি কমে ১৭ শতাংশ হয়েছে।

করোনায় বিশ্বে এই মুহূর্তে সর্বাধিক ৯ হাজার ১৩৪ জনের প্রাণহানি ঘটেছে ইতালিতে। দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড স্পেনের।

শনিবার (২৮ মার্চ) পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ২২৪। মারা গেছেন ২৮ হাজার ২৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩২৮ জন। এই মুহূর্তে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, দেশটিতে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১ লাখ ৪ হাজার ২৫৬ এবং মৃত ১ হাজার ৭০৪ জন।

এসএমএম