• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২০, ০৫:১২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২০, ০৫:১৩ পিএম

এবার স্থগিত হলো সম্মেলন কপ২৬

এবার স্থগিত হলো সম্মেলন কপ২৬

স্কটল্যান্ডের গ্লাসগো নগরীতে নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ২৬ করোনাভাইরাস মহামারীর কারণে বাতিল করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ব্রিটেনের সরকার এ কথা জানায়।

এক বিবৃতিতে সরকার জানায়, ‘‘বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার কারণে ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য উচ্চাভিলাসী, অন্তর্ভুক্তিমূলক কপ২৬ সম্মেলন আয়োজন সম্ভব হচ্ছে না।’’ 

এতে আরও বলা হয়, ‘‘২০২১ সালে এই সম্মেলন আয়োজনের জন্য তারিখ নির্ধারণ করা হবে। পরে এই তারিখ জানানো হবে।’’

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি থামাতে জরুরি আলোচনার জন্য ১০ দিনের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ২০০ নেতাসহ প্রায় ৩০ হাজার প্রতিনিধি যোগ দেয়ার কথা ছিল।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সম্মেলন বাতিলের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন, এই মুহূর্তে ভাইরাস মোকাবেলা এবং মানুষের জীবন রক্ষার প্রচেষ্টা চালানো সবচেয়ে জরুরি।

এসএমএম