• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০, ০৪:০২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৫, ২০২০, ০৪:০২ পিএম

কোভিড-১৯

প্রাণহানি ছাড়ালো ৬৪ হাজার, আক্রান্ত ১২ লাখের বেশি

প্রাণহানি ছাড়ালো ৬৪ হাজার, আক্রান্ত ১২ লাখের বেশি
চোখের সামনে এত মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়েন এই স্বাস্থ্যকর্মী ● ইন্টারনেট

করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এ বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে ৬৪ হাজার। আক্রান্ত ১২ লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে ৬৪ বাংলাদেশিসহ প্রাণহানি ছাড়িয়েছে ৮ হাজার। আক্রান্ত তিন লাখের বেশি।

চলতি সপ্তাহে দেশটিরতে প্রাণহানি আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করেছেন দেশটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাজ্যে একদিনে মারা গেছে সাতশোর বেশি, স্পেনে আটশো আর ইতালিতে ছয়শো ৮১ জন।ভারতে প্রাণহানি বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে।

৩১ ডিসেম্বর চীনের পর জানুয়ারির মাঝামাঝি সময়ে বাইরে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়। খুব অল্প সময়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। তিন মাস না পেরুতেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ। মৃত্যুর পরিসংখ্যানও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

করোনার প্রকোপে সবচেয়ে কঠিনতম সপ্তাহ পার করছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই মৃত্যুর রেকর্ড ভাঙছে নিউ ইয়র্ক। প্রাণহানির এ তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশিদের নাম। নিউ ইয়র্ক ছাড়া যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যগুলোতেও বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা।

ট্রাম্পের হুঁশিয়ারি, মৃত্যুর এ মিছিল আরও অনেক লম্বা হবে চলতি সপ্তাহে।

নাস্তানাবুদ ইউরোপও। যুক্তরাজ্যে একদিনে মৃত্যু সর্বোচ্চ সংখ্যা ছুঁয়েছে। নাজেহাল অবস্থায় ইতালি, ফ্রান্স আর স্পেন। তবে ইতালিতে কিছুটা কমেছে নতুন আক্রান্তের সংখ্যা। হাসপাতালের আইসিইউতেও কমেছে রোগী ভর্তির সংখ্যা।

করোনার প্রকোপ ঠেকাতে লকডাউনের সময়সীমা বাড়িয়েছে স্পেন, সৌদি আরব ও আরব আমিরাত। প্রায় তিন হাজার বন্দীকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা। লকডাউনে বাসিন্দাদের ঘরে রাখতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে কলম্বিয়া পুলিশ।

এসএমএম