• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৫:১৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২০, ০৫:১৩ পিএম

সৌদি রাজপরিবারে ১৫০ জন করোনা আক্রান্ত

সৌদি রাজপরিবারে ১৫০ জন করোনা আক্রান্ত
প্রতীকী ছবি

সৌদি আরবের রাজপরিবারের অন্তত ১৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চলতি সপ্তাহেই তাদের মধ্যে এই রোগের সংক্রমণ ঘটেছে।

রাজপরিবারের চিকিৎসকদের বরাতে এ খবর জানিয়েছে দি নিউ ইয়র্ক টাইমস।

তাদের মধ্যে ৭০ বছর বয়সী রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দার বিন আবদুল আজিজ আল সউদ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি রয়েছেন। সংক্রমণের হাত থেকে বাঁচতে নিজ উদ্যোগে আইসোলেশনে রয়েছেন সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।

সৌদি রাজপরিবারের চিকিৎসার্থে একটি অভিজাত হাসপাতালে ৫০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে দি নিউ ইয়র্ক টাইমস।

সৌদি আরবের সহস্রাধিক যুবরাজের অনেকেই ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে সবসময় যাওয়া আসা করে থাকেন ধারণা করা হচ্ছে বিদেশ থেকে তারা আক্রান্ত কারও সংস্পর্শে আসার পর থেকেই রাজপরিবারে এই বিশ্বমহামারি ছড়িয়েছে।

জেডএইচ/এসএমএম