• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৪:৩২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৪:৩২ পিএম

শাস্তির মুখে ট্রাম্পের অর্ধশত সমর্থক

শাস্তির মুখে ট্রাম্পের অর্ধশত সমর্থক

করোনায় বিধিনিষেধ উপেক্ষা করে জনসমাবেশ করায় এবার জরিমানা গুনতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের।

রাষ্ট্রীয় নিয়মভঙ্গ করে মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর নেভাদা অঙ্গরাজ্যের হেন্ডারসন শহরের একটি ইনডোর স্টেডিয়ামে অংশ নেন হাজারো মানুষ। এতে মাস্ক ছাড়া এবং সামাজিক দূরত্ব না মেনে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে জড়ো হন অর্ধশত মানুষ।

সতর্ক করার পরও সরকারি নির্দেশ না মানায় তিন হাজার মার্কিন ডলার জরিমানা করা হয় তাদের।

হেন্ডারসন শহরের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা ক্যাথলিন রিচার্ডস এক বিবৃতিতে জানান, সরকারি নোটিশ না মানায় আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শাস্তিস্বরূপ ওই অর্থ প্রদান করতে হবে।

ট্রাম্প যখন ওই সমাবেশে যোগ দিলেন তখন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনকে কেন্দ্র করে নিজের পক্ষে ভোট টানতে বিভিন্ন প্রদেশে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর বিভিন্ন সময় প্রচারণায় স্বাস্থ্যবিধি মানছেন না ট্রাম্প এবং তার সমর্থকরা।

এসকে