• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০, ১০:২২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৮, ২০২০, ১০:২২ এএম

বিশ্বজুড়ে করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ছুঁইছুঁই

বিশ্বজুড়ে করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ছুঁইছুঁই

বিশ্বজুড়ে নতুন করে আরো সাড়ে ৫ হাজার মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৭০ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী রোববার (১৮ অক্টোবর) সকাল ১০ টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের তিন কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৪৪৫ জন। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ১৪ হাজার ৬৩৩ জনে। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ কোটি ৯৮  লাখ ৮৫ হাজার ৭৭৪ জন।

গত ২৪ ঘন্টায় সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। ১ হাজার ৩২ জনের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ১৪ হাজার। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬২ হাজারের ওপর।পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭৪ লাখ ৯২ হাজার ৭২৭ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬৫ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।

এদিকে, ৬৩৩ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রাণহানি ২ লাখ ২৪ হাজারের বেশি। ৫৩ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে।

এছাড়া ব্রাজিলে শনিবার ৪৬১ জনের মৃত্যু হয়েছে করোনায়।সংক্রমণ ঊর্ধ্বমুখী ইউরোপে। ফ্রান্সে সাড়ে ৩২ হাজারের কাছাকাছি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।

জাগরণ/এমআর