• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০, ০১:১১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০২০, ০১:১১ পিএম

মসজিদ আল হারামের গেটে হামলা, আটক ১ 

মসজিদ আল হারামের গেটে হামলা, আটক ১ 

মক্কার ঐতিহাসিক পবিত্র মসজিদ আল হারামের গেটে গাড়ি নিয়ে হামলা চালানো হয়েছে। ‘হামলাকারী’ মসজিদের ৮৯ নাম্বার গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা চালায় বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে দেশটির নিরাপত্তাবাহিনী।

মক্কা প্রশাসনের মুখপাত্র সুলতান আল-দোসারি বলেছেন, স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তা কর্মকর্তারা জানতে পারেন মক্কার গ্র্যান্ড মসজিদের প্রবেশদ্বারে একটি গাড়ি আঘাত করেছে।

তিনি আরো বলেন, গ্র্যান্ড মসজিদের দক্ষিণ প্রান্তের একটি রাস্তা দিয়ে দ্রুতগতিতে চলার সময় গাড়িটি হঠাৎ বাক বদলে তীব্রভাবে আঘাত করে। সৌভাগ্যবশত এতে কেউ আহত হননি।

সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, আটক গাড়িচালক সৌদি নাগরিক এবং তিনি ‘মানসিক ভারসাম্যহীন’। 

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর এই মাসে আবারো্ মসজিদ আল হারামে জামায়াতে নামাজ আদায় শুরু হয়। রোববার থেকে বিদেশিদের ওমরাহ পালনও শুরু হতে যাচ্ছে।

জাগরণ/এমআর