• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২০, ১২:৩৮ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৬, ২০২০, ১২:৩৮ এএম

ভোট গণনা বন্ধ করুন: ট্রাম্প

ভোট গণনা বন্ধ করুন: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হতে যাচ্ছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে। তবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ডোনাল্ড ট্রাম্প ভোট গণনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা এপি’র সর্বশেষ তথ্য অনুসারে, বাইডেন ২৬৪ ও ট্রাম্প ২১৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। এর অর্থ হলো বাইডেন যদি জর্জিয়া কিংবা অন্য কোনও অঙ্গরাজ্যে জয় পেয়ে যান তাহলে তার ম্যাজিক ফিগার নিশ্চিত হয়ে যাবে। 

টুইটারে এক বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘ভোট গণনা বন্ধ করুন’। তার এই টুইটে কোনও নির্দিষ্ট অঙ্গরাজ্য নাকি সামগ্রিকভাবে ভোট গণনা বন্ধ রাখার কথা বলা হয়েছে তা স্পষ্ট নয়।

আরেকটি টুইটে ট্রাম্প ভুল তথ্য তুলে ধরেছেন। তিনি লিখেছেন, 'ভোটের দিনের পর যেসব ভোট পৌঁছেছে সেগুলো গণনা করা হবে না'। 

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন আহ্বান জানিয়েছেন সব ভোট গণনার জন্য।

অবশ্য ট্রাম্পের এই টুইটের কয়েক মিনিটের মধ্যেই তার এক সাবেক শীর্ষ উপদেষ্টা কেলিয়ানি কনওয়ে সবাইকে ধৈর্যধারণ ও সব ভোট গণনার আহ্বান জানিয়েছেন।

এর আগে ভোটের রাতে নিজেকে জয়ী বলে দাবি করেছিলেন ট্রাম্প। তিনি দাবি করে আসছেন, ভোটের রাতের ফল ঘোষণা করতে হবে।

এসকে