• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২০, ০৬:০০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৬, ২০২০, ০৬:০০ পিএম

ট্রাম্পের বিপদ আরও বাড়লো, জর্জিয়ায়ও এগিয়ে বাইডেন 

ট্রাম্পের বিপদ আরও বাড়লো, জর্জিয়ায়ও এগিয়ে বাইডেন 

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে নেভাডা অঙ্গরাজ্যের পর এবার জর্জিয়াতেও এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

পূর্বের এই রাজ্যে হাড্ডাহাডি লড়াইয়ে সমান অবস্থানে থাকার পর ৯০০ ভোটে এগিয়ে গেলেন বাইডেন।  আর মাত্র কয়েক হাজার ভোট গণনা বাকি রয়েছে এই রাজ্যে।

শুক্রবার বাংলাদেশ সময় সোয়া চারটার সময় এমন তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ। 

এই রাজ্যে ৯৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। মূল ডাকযোগে আসা ব্যালটেই বাইডেন এগিয়ে থাকছেন।

এখন পর্যন্ত ৪৯ দশমিক ৩৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। আর ট্রাম্পের দখলে আছে ৪৯ দশমিক ৩৭ শতাংশ ভোট।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হাতে আসা ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৬৪। সেই হিসেবে নেভাদার ৬ ইলেকটোরাল ভোট পেলে বাইডেন ২৭০ ইলেকটোরাল ভোটের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করে ফেলবেন। আর জর্জিয়া রাজ্যে থাকা ১৬ ভোট যুক্ত হলে ট্রাম্পের পক্ষে আর ফিরে আসা অসম্ভবই হয়ে পড়বে।
জাগরণ/এমইউ