• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১, ০১:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৩, ২০২১, ০১:৪৮ পিএম

অভিশংসনে সহিংসতা বাড়বে : ট্রাম্প

অভিশংসনে সহিংসতা বাড়বে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের হামলার ঘটনায় ট্রাম্পকে অভিশংসন করা হলে আরো ভয়াবহ সহিংসতা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।  

সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (১২ জানুয়ারি) টেক্সাসের মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ দেখতে যাওয়ার আগে ট্রাম্প এ মন্তব্য করেন। ক্যাপিটল হিলে হামলার পর এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন তিনি।

ট্রাম্প বলেন, ক্যাপিটল হিলে সমর্থকদের নিয়ে তার দেওয়া বক্তব্য ঠিক ছিল। এই বিষয়ে তার কোনো অনুশোচনাও নেই। 

তিনি উল্লেখ করেন, বক্তব্যের ওপর ভিত্তি করে অভিশংসন করা হলে সহিংসতা আরো চরম পর্যায়ে যেতে পারে।

ট্রাম্প বলেন, “আমি মনে করি এটা (অভিশংসন প্রক্রিয়া) দেশের ভয়ংকর ক্ষতি করবে। এর কারণে সারা দেশে প্রচণ্ড ক্ষোভ তৈরি হবে।”

হুঁশিয়ারি বক্তব্যে ট্রাম্প আরো বলেন, “২৫তম সংশোধনীতে আমার কিছু হবে না। কিন্তু আমি জো বাইডেন ও তার প্রশাসনকে দেখে নেব।” 

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ২০ জানুয়ারি শপথ নেবেন। এদিন ট্রাম্পের সমর্থকরা আবারো সহিংসতা চালাতে পারেন বলে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন।

এর আগে ৬ জানুয়ারি জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতির আনুষ্ঠানিক কংগ্রেস অধিবেশনের সময় ট্রাম্প-সমর্থকরা সেখানে হামলা ও ভাঙচুর চালায়। সেই হামলায় নিহত হয় ৬ জন। 

ক্যাপিটল হিলের হামলার ঘটনায় ডেমোক্র্যাটরা কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনেন। এতে ট্রাম্পের বিরুদ্ধে ‘বিশৃঙ্খলায় উসকানির’ অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন