• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১, ০১:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২১, ০১:৩৯ পিএম

ভারতে টিকা দেওয়া শুরু 

ভারতে টিকা দেওয়া শুরু 

ভারতে ব্যাপক আকারে শুরু হলো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি।

শনিবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কর্মসূচির সূচনা করেন। সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানায়। 

নরেন্দ্র মোদি জানান, প্রথম দিন তিন লাখ মানুষকে টিকা দেওয়া হবে। এটি ইতিহাসের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। দেশের তিন হাজার ছয়টি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে।

একই সঙ্গে তিনি জনগণকে সর্তক করে করে বলেন, টিকাদান শুরু হলেও মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।  

প্রথম দফায় টিকাদানের ক্ষেত্রে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর্মী ছাড়াও পরিচ্ছন্নতাকর্মী, সেনাবাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের নাম রয়েছে প্রথম তালিকায়।

ভারত সরকার দুটি টিকাকে অনুমোদন দিয়েছেন। একটি অক্সফোর্ড ও সেরাম ইস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং অন্যটি ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাক্সিন। 

বিশ্বে করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই ভারতের নাম। ১ জানুয়ারির কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন দেয় ভারত সরকার। আর ৩ জানুয়ারিতে অনুমোদন মেলে কোভ্যাক্সিন টিকার। ৯ জানুয়ারি টিকা প্রয়োগ শুরুর অনুমোদন দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুরু হলো টিকাদান কর্মসূচি।