• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১, ১১:২৭ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১, ১১:৫৩ এএম

কঙ্গোর নৌকাডুবি

নিহত ৬০, নিখোঁজ শতাধিক

নিহত ৬০, নিখোঁজ শতাধিক

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পশ্চিমাঞ্চলে ৭০০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত ও শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। আরব নিউজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়।

খবরে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলে মাই-নডম্বে লেকে স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে লঙ্গলা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জীবিত উদ্ধার হয়েছে আরো অন্তত ৩০০ জনকে।

সোমবার এক টুইট বার্তায় কঙ্গোর মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি বলেছেন, “৭০০ যাত্রী নিয়ে নৌকাটি ওভারলোড ছিল।”

তিনি বলেন, “আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই এবং দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি করি।”

স্থানীয় সময় রোববার (১৪ ফেব্রুয়ারি) নৌকাটি রাজধানী কিনশাসা থেকে রওনা দিয়ে ইকুয়েটুর প্রদেশের এমবান্ডাকায় যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলার কারণে এ ঘটনা ঘটেছে।

এখানে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে বলে গণমাধ্যমের খবরে জানানো হয়। বেশির ভাগ দুর্ঘটনা মূলত ওভারলোডিং, নেভিগেশন অমান্য করা এবং জাহাজের দুর্বল অবস্থার কারণে ঘটে থাকে বলেও জানায়।