• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১, ০৮:২৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১, ০৮:৩০ পিএম

পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাংলাদেশের পাশাপাশি প্রতিবেধি দেশ ভারতের কয়েকটি রাজ্যে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে রোববার সকালে বিভিন্ন এলাকার শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সবাই, আয়োজন করা হয় বিভিন্ন সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

দিনটি উপলক্ষে আনুষ্ঠানিক বার্তায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রীয় বাসভবনে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এসব তথ্য জানায়।

এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম এপিবির খবরে বলা হয়, কলকাতা ছাড়াও বনগাঁ পেট্রাপোল সীমান্তে নোম্যানস ল্যান্ডে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারত বাংলাদেশের অতিথিরা। উত্তর ২৪ পরগনা জেলার একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ও ভারতের সাংসদরা।

কোচবিহারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিলের আয়োজন করা হয়। এছাড়াও ত্রিপুরাত রাজ্যেও এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় নানা আয়োজনের মাধ্যমে।

আরও পড়ুন