• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৫:১৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৫:১৪ পিএম

পার্লামেন্টের স্বীকৃতি

চীনের উইঘুর নির্যাতন গণহত্যার সামিল: কানাডা

চীনের উইঘুর নির্যাতন গণহত্যার সামিল: কানাডা

মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী উইঘুরদের ওপর চীনের নিপীড়নকে ‘গণহত্যার’ স্বীকৃতি দিয়েছে কানাডার পার্লামেন্ট। হাউজ অব কমন্সে তোলা এই বিলটিতে পক্ষে ভোট দেন কানাডার ২৬৬ জন সাংসদের সবাই।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে উইঘুর মুসলিমদের প্রতি চীনা আচরণকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে কানাডা। যদিও দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মন্ত্রীসভার বেশির ভাগ সদস্য ভোটদানে বিরত ছিলেন। বিরোধী দলের সবাই এবং ক্ষমতাসীন লিবারেল পার্টির অনেকেই ভোট দিলেও এর বিপক্ষে ভোট দেয়নি কেউ।

একই সঙ্গে আইনপ্রণেতারা চীন সরকার ‘উইঘুর গণহত্যা’ বন্ধ না করলে ২০২২ সালে কানাডায় অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক থেকে চীনের অংশগ্রহণ বন্ধ করতেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আহবান জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার কানাডার এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডার এই উদ্যোগকে ‘অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বেইজিং।

প্রায় দশ লাখ উইঘুরকে গত কয়েক বছর ধরে ক্যাম্পে আটক রেখে জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করাচ্ছে চীন সরকার এমন দাবি করে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনেও উইঘুরদের নির্যাতনের প্রমাণ উঠে আসে।

আরও পড়ুন