• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৪:১২ পিএম

মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ 

মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ 

মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। দেশটিতে চলমান সেনা অভ্যুত্থানের প্রেক্ষাপটে তাৎক্ষণিকভাবে এমন সিদ্ধান্তের কথা জানায় ফেসবুক। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। 

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

এক ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, গত ১ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সহিংসতা শুরু হয়। সে কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক ও ইনস্টাগ্রামে অনুমতি থাকলে দেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। 

তবে এ বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। 

১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে  ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। একই সঙ্গে গণতান্ত্রিক নেতা সু চিকে আটক করা হয় । এরপর থেকে দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের কারণে বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যেই ফেসবুক সেনাবাহিনীর বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে।  
 
এদিকে মিয়ানমারে জরুরি ভিত্তিতে অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে ১৩৭টি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। ৩১টি দেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এক যৌথ চিঠিতে জাতিসংঘের কাছে এ আহ্বান জানায়।