• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১২:১০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১২:২১ পিএম

সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ১৭

সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ১৭

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে ১৭ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটিই জো বাইডেনের প্রথম হামলার নির্দেশ। সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই হামলা চালায়। সামরিক বাহিনী ইরানসমর্থিত দুটি মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনাতে কেন্দ্র করে বিমান হামলা করে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর পরিচালক রামি আব্দুল রহমান জানান, মার্কিন সামরিক বাহিনীর হামলায় গোলাবারুদপূর্ণ তিনটি লরি ধ্বংস হয়ে গেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে।   

এদিকে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী পূর্ব সিরিয়ার ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালায়।  

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর সদস্যদের রক্ষায় বাইডেন প্রশাসন পদক্ষেপ নেবেন। সেটারই এক বার্তা পাঠালেন এই  অভিযানের মধ্য দিয়ে। 

এর আগে গত দুই সপ্তাহে মার্কিন সেনাদের ওপর রকেট হামলা হয়। মূলত এই হামলার প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র এ অভিযান পরিচালনা করেছে। তবে যেখানে মার্কিন সেনাদের ওপর রকেট হামলা হয়েছিল, সেই নির্দিষ্ট স্থানে মার্কিন সেনারা বিমান হামলা করেনি। 

এছাড়া ১৫ ফেব্রুয়ারি সিরিয়ায় ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলায় এক বেসামরিক ঠিকাদার, চার মার্কিন ঠিকাদার ও এক মার্কিন কর্মী আহত হন।