• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৯:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৯:৫৯ পিএম

ভারতে বিধানসভা নির্বাচন শুরু ২৭ মার্চ

ভারতে বিধানসভা নির্বাচন শুরু ২৭ মার্চ

পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু আর কেরালার ভোটগ্রহণের মধ্যে দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ভারতের বিধানসভা নির্বাচন। ২৭ মার্চ অনুষ্ঠিতব্য এই নির্বাচনের ফল ঘোষণা হবে ২ মে।

প্রায় ১৮ কোটি ভোটার এবারের নির্বাচনে ভোট দিবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সুনিল অরোরা। ভারতীয় সংবাদমাধ্যম এমডিটিভির খবরে এসব তথ্য প্রকাশ করা হয়।

আট ধাপে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে এবারের বিধান সভার ভোটগ্রহণ। ২৭ মার্চের পর ১, ৬, ১০, ১৭, ২২, ২৬ ও ২৯ এপ্রিল ভোট দেবেন পশ্চিমবঙ্গবাসী।

এদিকে তামিলনাড়ু, পুন্ডুচেরি আর কেরালায় ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। আসামে তিন ধাপে ২৭ মার্চ ও এপ্রিলের ১ ও ৬ তারিখে ভোট অনুষ্ঠিত হবে। এসব রাজ্যে এরই মধ্যে ভোট গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে।

করোনাকালে বিহারের স্থানীয় নির্বাচনের পর এটিই ভারতের সবচেয়ে বড় নির্বাচন হতে যাচ্ছে। আর তাই জোরদার হয়েছে এসব রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাও।

করোনার কারণে এবার স্বাস্থ্যেবিধির ওপর বিশেষ নজর রাখা হবে। ভোটকেন্দ্রেও মানতে হবে করনাকালীন সতর্কতা। মনোনয়নপত্র দাখিল করা যাবে অনলাইনে।

পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনসহ পাঁচ রাজ্যের বিধানসভার ৮২৪ আসনের প্রতিনিধি নির্বাচন হবে এবার।