• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৮:৫৬ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১, ১১:২১ এএম

খাশোগি হত্যা

সৌদি যুবরাজের সংশ্লিষ্টতা প্রমাণে বিশ্বনেতাদের নিন্দা

সৌদি যুবরাজের সংশ্লিষ্টতা প্রমাণে বিশ্বনেতাদের নিন্দা

তুরস্কের সৌদি দূতাবাসে নিহত সাংবাদিক খাশোগির হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিতার বিষয়টি প্রমাণিত হওয়ায় নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) খাশোগি হত্যার বিষয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিতার প্রমাণ পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে দাবি করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এই প্রথম খাশোগি হত্যার নির্দেশদাতা হিসেবে সৌদি যুবরাজের নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি, কানাডার পররাষ্ট্রমন্ত্রী মার্ক জেনেরিও, খাশোগির বাগদত্তা হ্যাটিস সেন্টিজেডসহ নিন্দা জানিয়েছেন আরও অনেক নেতা।

এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোও।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে প্রবেশের পর কর্মকর্তাদের হাতে নিহত হন রাজতন্ত্রের সমালোচক ও ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি।

এদিকে নিজ প্রশাসনের গাফিলতি ও সৌদি কর্মকর্তাদের জড়িত থাকার কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেননি যুবরাজ।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে খাশোগি হত্যার ঘটনায় ৮ জন দোষীর মধ্যে ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। বাকি ৩ জনকে ২৪ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।