• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২, ২০২১, ০৯:১৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২, ২০২১, ০৯:২০ পিএম

চীনের করোনা পরীক্ষায় পায়ুপথে নমুনা সংগ্রহ!

চীনের করোনা পরীক্ষায় পায়ুপথে নমুনা সংগ্রহ!

করোনা পরীক্ষায় নাকের পরিবর্তে চীনে নমুনা সংগ্রহ করা হচ্ছে পায়ুপথ থেকে। বিদেশী নাগরিকদের চীনে প্রবেশের সময় করোনা পরীক্ষার এ প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছে জাপান।

বিবিসি জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কয়েকজন কূটনীতিকও চীনে গিয়ে এমন হেনস্থার শিকার হন। এই প্রক্রিয়া ‘মানসিকভাবে অস্বস্তিকর’ আখ্যা দিয়েছে জাপানের কর্মকর্তারা। এমন অবস্থায় চীনের জাপানি দূতাবাস বেইজিংয়ের কাছে এই পরীক্ষা বন্ধের অনুরোধ করে।

জানুয়ারি থেকে চীনের অনেক জায়গাতেই এই পদ্ধতিতে নমুনা সংগ্রহ করা হয়েছে। জাপানের মন্ত্রিপরিষদের প্রধান কাতসু নবু কাতো জানান, “পায়ুপথে করোনা পরীক্ষার পর জাপানি নাগরিকেরা মানসিক যন্ত্রণায় ভুগছেন বলে দূতাবাসে অভিযোগ করেন।”

ভাইরাসজনিত রোগে নির্ণয়ে এ প্রক্রিয়ায় নমুনা সংগ্রহ নিয়ে বিশ্বের অনেক দেশেই বিতর্ক রয়েছে। এ পদ্ধতিতে করোনা পরীক্ষা কার্যকর নয় বলেও দাবি করেছেন অনেক বিশেষজ্ঞ। তবে কতজন বিদেশী নাগরিককে এই পরীক্ষা করতে হয়েছে সে ব্যাপারে কোন তথ্য দেয়নি চীন।