• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৬, ২০২১, ১১:১৫ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৬, ২০২১, ১১:২০ এএম

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান। সিবিসি'র খবরে এ তথ্য জানায়।

শুক্রবার (৫ মার্চ) খবরে বলা হয়, পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলায় সমর্থকদের উসকানির অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র, তার আইনজীবী রুডি গিউলিয়ানি ও এক রিপাবলিকান আইনজীবীকেও আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ৬ জানুয়ারি একটি মিছিলে বক্তব্য রাখেন ট্রাম্প, তার ছেলে, আইনজীবী রুডি ও কংগ্রেসম্যান মো ব্রুকস। সেই মিছিল থেকেই ক্যাপিটলে হামলা চালানো হয়।

মামলাকারী কংগ্রেসম্যান সলওয়েল অভিযোগ করে বলেন, “পরাজিত হয়ে ট্রাম্প শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তার  সমর্থকদের উসকানি দেন। সমর্থকদের ওয়াশিংটন ডিসিতে নামার আহ্বান জানান। ওই ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনায় তারাই দায়ী।“

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এতে এক পুলিশসহ নিহত হন অন্তত ৫ জন।

এদিকে ক্যাপিটল হিলের হামলার ভিডিও পর্যবেক্ষণ করে হামলায় অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রের ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এ ছাড়াও ২৯ জনের বিষয়ে তদন্ত চলছে।