• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ০৫:১৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৭, ২০২১, ০৬:০৭ পিএম

ভারতে থাকা পুলিশদের ফেরত চাইলো মিয়ানমার

ভারতে থাকা পুলিশদের ফেরত চাইলো মিয়ানমার

সেনা অভ্যুত্থানের পর সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়া পুলিশদের দেশে ফেরত পাঠাতে অনুরোধ করেছে মিয়ানমার। ১ ফেব্রুয়ারির পর থেকেই দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা সেনা সরকারের বিরধিতা করে সপরিবারে দেশ ত্যাগ করে।

রোববার (৭ মার্চ) এক চিঠিতে “পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে” এসব নাগরিকদের ফেরত চেয়েছে মিয়ানমার সরকার। সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানায়।

ভারতের সীমান্তবর্তী মিজোরাম রাজ্যের চাম্পাই জেলার ডেপুটি কমিশনার মারিয়া সিটি জুয়ালি রয়াটার্সকে এই চিঠি পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, মিয়ানমারের মিয়ানমারের জেলা ফালাম থেকে দেশটির কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের ফেরত চেয়ে সরকারের পক্ষ থেকে এই চিঠি দেয়। এই চিঠিতে আট পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ রয়েছে।

যদিও রয়টার্সের সূত্রমতে, গত এক মাসে অন্তত ৩০ জন মিয়ানমারের নাগরিক ভারতে প্রবেশ করেছে। তারা সবাই মিয়ানমারের সরকারের বিরুদ্ধে অবস্থান জানিয়ে ভারতে আশ্রয় প্রার্থনা করেন।

এদিকে শনিবারও মিয়ানমারের বিপুল সংখ্যক মানুষ সীমান্ত দিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আরও পড়ুন