• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ০৯:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২১, ০৯:৫১ পিএম

যুক্তরাজ্যের স্কুলে মহানবীর ব্যঙ্গচিত্র, শিক্ষক বহিষ্কার

যুক্তরাজ্যের স্কুলে মহানবীর ব্যঙ্গচিত্র, শিক্ষক বহিষ্কার

ফ্রান্স আর ডেনমার্কে ক্লাসরুমে মহানবী হযরত মুহাম্মদের ব্যঙ্গচিত্র প্রদর্শন নিয়ে বিশ্বব্যাপী তোলপাড়ের পর এবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে যুক্তরাজ্যে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মার্চ) যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্যাটলি গ্রামার স্কুলের এক শিক্ষক ক্লাসে মহানবীর একটি কার্টুন দেখান। এরপর স্কুলের মুসলিম শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন।

এদিন বিক্ষোভের মুখে ঐ শিক্ষককে বহিষ্কার করার পর, এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে যুক্তরাজ্যে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। 

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ফ্রান্সের বিতর্কিত ম্যাগাজিন চার্লি হেবদো থেকেই মহানবীর ব্যঙ্গচিত্র সংগ্রহ করে দেখান ঐ শিক্ষক। এ ঘটনায় শিক্ষক চাকরিচ্যুত হলেও শুক্রবার পর্যন্ত স্কুলের সামনে বিক্ষোভ হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম অধ্যুষিত ওয়েস্ট ইয়র্কশায়ারের বাসিন্দারা।

২০২০ সালের অক্টোবরে ফ্রান্সের একটি স্কুলে একই ম্যাগাজিনে প্রকাশিত মহানবীর ছবি প্রদর্শনের জেরে হামলার শিকার হন শিক্ষক। এরপর ফ্রান্স সরকার ব্যাঙ্গচিত্র প্রদর্শনের পক্ষে অবস্থান নিলে ফরাসী পণ্য বয়কটের ডাক দেয় বিভিন্ন মুসলিম দেশ। বাংলাদেশসহ দেশে দেশে এর প্রতিবাদে বিক্ষোভ করেন মুসল্লিরা। এর আগে ২০১৫ সালে প্যারিসে চার্লি হেবদোর অফিসে বন্দুক হামলায় ১২ জন নিহত হন।

আরও পড়ুন