• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২১, ১২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২১, ১২:৪৫ পিএম

টানেলে ট্রেন লাইনচ্যুত, ৩৬ যাত্রী নিহত

টানেলে ট্রেন লাইনচ্যুত, ৩৬ যাত্রী নিহত

তাইওয়ানে টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৬ নিহত হয়েছেন। সিএনএন খবরে এ তথ্য জানায়।

স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০০ জন।  আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশির ভাগের অবস্থাই সংকটাপন্ন।

খবরে জানা যায়, ৩৫০ জন যাত্রী নিয়ে তাইতুং শহরে যাত্রা করেছিল ট্রেনটি। কিন্তু হুয়ালিয়েন অঞ্চলের একটি টানেলে ঢোকার পরই এ দুর্ঘটনা ঘটে। দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় অন্তত ৪টি বগি।

স্থানীয় গণমাধ্যম ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ফায়ার বিভাগের দেওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী টানেলের ভেতর থেকে চিৎকার করছে। টানেলের ভেতরে ট্রেনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়েছিল। অনেক যাত্রী তাদের স্যুটকেস এবং ব্যাগ খুঁজে নিচ্ছিলেন।

ঘটনার পর তাইওয়ানের রাষ্ট্রপতি তসই ইং-ওয়েন টুইটার বার্তায় লিখেছেন, “আমাদের জরুরি পরিষেবাগুলো ক্ষতিগ্রস্ত যাত্রী ও রেলওয়ে কর্মীদের উদ্ধারে কাজ করছে। হৃদয়বিদারক এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তাদের সুরক্ষা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।”