• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১, ০৭:২৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২১, ০৭:২৫ পিএম

প্রিন্স ফিলিপ কেন ব্রিটেনের রাজা হতে পারেননি?

প্রিন্স ফিলিপ কেন ব্রিটেনের রাজা হতে পারেননি?

যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার দুপুরে ৯৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। বাকিমহামের উইন্ডসর ক্যাসেলে শেষনিশ্বাস ত্যাগ করেন ডিউক অব এডিনবার্গ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায় দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানবিধ অসুখে ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন ছিলেন মৃত্যুর কিছুদিন আগ পর্যন্ত।

১৯৪৭ সালে রানি এলিজাবেথকে বিয়ের মাধ্যেম ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে যুক্ত হন ফিলিপ।
১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ আরোহণ করেন ব্রিটিশ সিংহাসনে। প্রায় ৭০ বছর রাজপ্রাসাদের থাকলেও যুবরাজের খেতাব নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ফিলিপকে।

প্রিন্স ফিলিপ মাউন্টব্যাটেন রাজার খেতাব না পাওয়ার মূল কারণ এই যে, যুক্তরাজ্যের আইন অনুযায়ী সম্পর্কের ভিত্তিতে নয় বরং উত্তরাধিকার হিসেবেই রাজা বা রানির উপাধি লাভ করতে হয়। ফলে কোন রাজা-রানির স্ত্রী বা স্বামী কেবল কনসর্ট বা সিংহাসনের উত্তরাধিকারের জীবনসঙ্গী হিসেবেই বিবেচিত হন। 

সম্পর্ক ভেদে রানির স্বামী হন প্রিন্স কনসর্ট । তবে রাজার স্ত্রীকে প্রিন্সেস নয় বরং কুইন কনসর্ট উপাধি দেওয়া হয়। যদিও ১৯৫৭ সালে রানী এলিজাবেথ ফিলিপ মাউন্টব্যাটেনকে ‘প্রিন্স’ খেতাব দিয়ে আনুষ্ঠানিকভাবে পেটেন্ট করেন। এছাড়াও ১৯৪৭ সালে বিয়ের সময় তিনি ডিউক অব এডিনবার্গ, আর্ল অব মেরিওনেথ ও ব্যারন গ্রিনউইচ খেতাব লাভ করেন।

তথ্যসূত্র: বিবিসি ও ইন্টারনেট

আরও পড়ুন