• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৯:০৯ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১০, ২০২১, ০৯:৩৭ এএম

ভারতে করোনা হাসপাতালে আগুন, ৪ জনের মৃত্যু

ভারতে করোনা হাসপাতালে আগুন, ৪ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে করোনা হাসপাতালের আইসিইউ বিভাগে আগুনে পুড়ে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এনডিটিভি জানায়, স্থানীয় সময় শুক্রবার (৯ এপ্রিল) রাতে নাগপুর ওয়েল ট্রিট হাসপাতালে আইসিইউ বিভাগে আগুন লাগে। স্থানীয় ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন। হাসপাতালে চিকিৎসাধীন ছিল এমন ২৭ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

৩০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে ১৫টি আইসিইউ রয়েছে। হাসপাতাল কর্মকর্তারা জানান, ৪টি মরদেহ পাওয়া গেছে। এছাড়া আহত আরও দুই রোগীর অবস্থা আশঙ্কাজনক।

নাগপুর পৌর করপোরেশনের ফায়ার প্রধান অফিসার রাজেন্দ্র উচকে সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, “হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিইউর এসি ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনটি ওই তলায় সীমাবদ্ধ ছিল।”

এদিকে ঘটনার পর টুইট বার্তায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লিখেন, “নাগপুরে হাসপাতালের আগুনের ঘটনা শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা শিগগিরই সুস্থ হয়ে উঠবেন সে প্রার্থনা করি।”

মহারাষ্ট্র বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নাভিস টুইট করেছেন, “হাসপাতালের অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে পেরেছি। সেখানে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এই ট্র্যাজেডিতে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আন্তরিক সমবেদনা প্রার্থনা করছি। আহতদের দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছি।”

গত মাসেও ভারতের মুম্বাইয়ে একটি করোনা হাসপাতালে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়।