• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৮:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১০, ২০২১, ০৮:৩৫ পিএম

উপজাতিদের ভিখারী মনে করে তৃণমূল: মোদি

উপজাতিদের ভিখারী মনে করে তৃণমূল: মোদি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটে বড় পার্থক্য গড়তে পারে উপজাতিরা। আর তাই নির্বাচনের আগে থেকেই মতুয়া, রাজবংশীদের ভোট আদায়ে ব্যস্ত ছিল প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি ও তৃণমূল কংগ্রেস। এবার শিলিগুড়িতেও দেখা গেল একই চিত্র। 

সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, শনিবার (১০ এপ্রিল) শিলিগুড়ির জনসভা তৃণমূলের বিরুদ্ধে তফসিলিদের ‘ঘৃণা’ করার অভিযোগ তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তফসিলি সম্প্রদায়ের লোকেরা ভিখারির মতো আচরণ করে বলে মনে করে তৃণমূলের নেতারা – এমন দাবি করে মোদি জানান, “দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আর তার সমর্থকরা তফসিলিদের ভয় পায় কারণ, ওই সম্প্রদায়ের মানুষেরা বিজেপি-কে সমর্থন করে।’’ 

উপজাতিদের প্রতি মমতার এমন আচরণের কারণে তাকে ‘অহংকারী’ বলেও মন্তব্য করেছেন মোদি। এছাড়াও বিজেপিকে বাংলা ছাড়ার হুমকি দেয়ার জবাবে মমতাকেই মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন