• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৯:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১০, ২০২১, ০৯:৪৯ পিএম

দরিদ্র দেশগুলোতে টিকা কর্মসূচি বন্ধের আশঙ্কা

দরিদ্র দেশগুলোতে টিকা কর্মসূচি বন্ধের আশঙ্কা

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরুর পর থেকেই বিপর্যয়ের মুখে পড়ে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো। এবার সরবরাহ বন্ধ থাকায় অন্তত ৬০টি দেশে টিকাদান বন্ধের উপক্রম হয়েছে। 

জাতিসংঘ জানায়, গত দুই সপ্তাহে ৯২ টি দেশে টিকার চালান পৌঁছেছে।  সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এসব চালানের মধ্যে দরিদ্র দেশগুলোতে পৌঁছেছে মাত্র ২৫ হাজার ডোজ টিকা। 

গত সোমবার থেকে সরবরাহ বন্ধ রেখেছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। ফলে জুন পর্যন্ত অনেক দেশেই টিকা রপ্তানি বন্ধ থাকবে।

এমন অবস্থায় নিম্ন আয়ের দেশগুলোতে সরবরাহ বন্ধ হওয়ার কারণে টিকাদান কর্মসূচি কয়েক মাস পর্যন্ত স্থগিত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বিশেষজ্ঞরা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেগ্রোস আধানম ঘিব্রেসাস জানান, ধনী দেশগুলোতে প্রতি চারজনের একজন টিকা পাচ্ছে। অথচ গরীব দেশগুলোর ৫০০ জনের মধ্যে মাত্র একজন টিকা পাচ্ছে। টিকা সরবরাহে এমন বৈষম্য নিয়েও অসন্তোষ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন