• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ০৫:২৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৪, ২০২১, ০৫:২৯ পিএম

পার্নো মিত্রের মিছিলে তৃণমূলের হামলার অভিযোগ

পার্নো মিত্রের মিছিলে তৃণমূলের হামলার অভিযোগ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণের আগে তৃণমূল কিংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললো বিজেপি। 

আনন্দবাজার জানায়, বুধবার (১৪ এপ্রিল) বরাহনগরে বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র ও তার সমর্থকেরা নির্বাচনী প্রচার চালায়। এসময় সতীন সেন নগর এলাকায় মিছিল বের করলে সেখানে দুর্বৃত্তরা হামলা করে। এই হামলার পেছনে তৃণমূলের স্থানীয় কর্মী ও সমর্থকদের দায়ী করছে বিজেপির নেতাকর্মীরা।

হামলার ঘটনায় পার্নো মিত্র বলেন, “পরিকল্পিত ভাবে আমাদের প্রচারে হামলা করেছে তৃণমূল। শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করা হয়েছে। মারধর করা হয়েছে মহিলাদের। ২ মের পরে দেখে নেওয়া হবে বলেও কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল।”

এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি নেতা-কর্মীরা। পরে বরাহনগর থানায় অভিযোগ দায়ের করে দলটি।

তবে হামলার অভিযোগ নাকচ করে দিয়ে তৃণমূল দাবি জানায়, “ভোটে পরাজয় নিশ্চিত বুঝেই বিজেপি এমন নাটক করছে।” এসময় বিজেপির হামলায় তৃণমূলের এক নারী কর্মী আহত হয়েছে বলেও পাল্টা অভিযোগ করে দলটি।

আরও পড়ুন