• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৭, ২০২১, ১২:০১ পিএম
সর্বশেষ আপডেট : মে ৭, ২০২১, ১২:২৪ পিএম

ভারতে আবারও করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

ভারতে আবারও করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

ভারতে আবারও করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩ হাজার ৯১৫ জন। শনাক্ত আগের দিনের তুলনায় দুই হাজার বেশি।

শুক্রবার (৭ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য দিয়েছেন দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে, ভারতে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৬৬ জন। টানা ১০ দিনে গড়ে তিন হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৪০ জন। বৃহস্পতিবার ১৮ লাখ ২৬ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ওই দিন ভারতের মহারাষ্ট্র রাজ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। সেখানে মৃত্যুর সংখ্যা ৮৫৩। এদিকে উত্তর প্রদেশ, দিল্লি ও কর্ণাটকে ৩০০ জনেরও বেশি করে করোনা রোগী মারা গেছেন। এদিকে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ১১৭। এছাড়া অন্য প্রদেশগুলোতে মৃতের সংখ্যা মিলিয়ে তা হয়েছে ৩ হাজার ৯১৫।